চট্টগ্রাম চাক্তাইয়ে ১টন ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করল পরিবেশ অধিদপ্তর

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০২:১৪ পূর্বাহ্ন   |   কৃষি ও প্রকৃতি

চট্টগ্রাম   চাক্তাইয়ে ১টন  ৮০০ কেজি নিষিদ্ধ  পলিথিন জব্দ করল পরিবেশ অধিদপ্তর




চট্টগ্রাম ব্যবসা - বাণিজ্যের প্রাণ কেন্দ্র    চাক্তাই খাতুনগঞ্জ  এলাকায় ওসমানিয়া গলিতে অভিজান চালিয়ে  ১টন  ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।      


সোমবার (২৬ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।

অভিযান কালে  তিনি বলেন  -  পরিবেশ রক্ষায় আমদের  পলিথিন বিরোধী অভিযান চলমান রয়েছে  । চট্টগ্রাম নগরীর কোথাও এধরনের অবৈধ পলিথিন উৎপাদন ও সংরক্ষণ করলে এবং  আমাদের তথ্য দিলে আমরা অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা  গ্রহন করবো। 

 এ অভিযানে মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক রোমানা আক্তার, আবদুল্লাহ আল মতিন, এবং পরিদর্শক মো. মনির হোসেন উপস্থিত ছিলেন।এ সময় তাদেরকে  সহযোগিতা প্রদান করেন সিএমপির ৪ সদস্যের একটি টিম। 





কৃষি ও প্রকৃতি এর আরও খবর: